রিয়াজ মাহমুদ রাতুল :
হিন্দু-মুসলিম ভাই ভাই মোরা মিলেমিশে চলি,
সম্প্রীতিকে আঁকড়ে ধরেই সুখের অলিগলি।
ধর্ম নিয়ে নয়কো বিভেদ নয়কো হানাহানি,
সম্প্রীতিটা বজায় রেখেই যে যার ধর্ম মানি।
রক্তপাত ও ধর্মে আঘাত করলে মোরা দেশে,
নিজের পায়ে মারব কুড়াল আমরা নিজে শেষে!
তাই বলি ভাই শান্তি নিয়ে বাঁচতে হলে তবে-
বিভেদ ভুলে সম্প্রীতিতেই দেশটা গড়তে হবে।