মেশকাতুন নাহার :
ইচ্ছে করে রকেট যানে
আকাশ দেবো পাড়ি
স্যাটেলাইট ক্যামেরা দিয়ে
দেখবো মজা ভারি।
চাঁদ সূর্য গ্রহে বেড়াবো
উল্কা বেগে ঘুরে
পৃথিবী থেকে মানুষগুলো
মরবে জ্বলে পুড়ে।
স্বপ্ন দেখি মঙ্গলেতে
বানাবো এক বাড়ি
মহাশূন্যে ভেসে বেড়াতে
কিনবো নব গাড়ি।
ধরণী জুড়ে সব আমাকে
অবাক হবে দেখে
আমি তখন মনের সুখে
হাসবো খুশি মেখে।
স্বার্থপর দুনিয়া ছেড়ে
চাঁদে গাইবো গান
স্বাধীন ভাবে উড়বো চষে
জুড়িয়ে যাবে প্রাণ।