সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭ নভেম্বর সারাদিন রিটার্নের ডকুমেন্ট সংগ্রহ করছে সিলেট কর অফিস। মঙ্গলবার সকালে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ‚ঞা আয়কর রিটার্ন দাখিল ২০২৩ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
অফিসার পরিষদের সভাপতি মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে এবং অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ড. সালাহ্ উদ্দীন আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছেন ডিন কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুল আওয়াল প্রমুখ। সিলেট কর অফিস থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার মোঃ মিজানুর রহমান, কর পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম ও রুহুল আমীন এবং নোটিশ সার্ভার মোঃ আবুল কালাম। প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর বলেন, আয়কর নিয়ে ভয় পাওয়ার দিন শেষ, এখন সহজ পদ্ধতিতে মানুষ কর দিতে পারছেন। তিনি দেশের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে কর দেয়ার অনুরোধ করেছেন। উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সহায়তায় “আয়কর রিটার্ন দাখিল ২০২৩ অনুষ্ঠানটি বস্তবায়ন করলো সার্কেল ৫, কর অঞ্চল, সিলেট। বিজ্ঞপ্তি