জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর ডিগ্রি কলেজের লক্ষাধিক টাকা মূল্যের গাছ কর্তন করা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
৪ আগষ্ট শনিবার সরজমিনে দেখা যায়, কলেজ ক্যাম্পাসের সামনে থাকা ২টি রেন্টি গাছ কাটা হয়। এছাড়া গাছগুলো কাটার পর গাছের গুঁড়িগুলো কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ সময় স্থানীয়রা জানান, ৩ আগষ্ট শুক্রবার গাছগুলো কাটা হয়। সেই সাথে আরো কয়েকটি গাছের ডাল কাটা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, কলেজে যে কোন অনুষ্ঠান করতে গেলে গাছগুলোর কারণে সমস্যা হতো। যে কারণে গাছগুলো কাটা হয়েছে।