সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব চৌধুরী বলেছেন, খাজাঞ্চিবাড়ি স্কুল এন্ড কলেজ, আনন্দ নিকেতন, গ্রামার স্কুল, রাইজ ইন্টারন্যাশনাল স্কুল, ব্রিটানিকা ও স্কলার্সহোমকে হাইকোর্টের রায়ের আলোকে নতুন করে ম্যানেজিং কমিটির গঠনে দ্রুত নির্বাচন দিতে হবে। খাজাঞ্চিবাড়ি ও ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি করতে হবে। আনন্দনিকেতন ও রাইজকে শিক্ষা ব্যয় কমাতে হবে।
গতকাল সোমবার (১ এপ্রিল) ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৮টায় ঐতিহ্যবাহী খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এছাড়া মাহবুব চৌধুরী আরো বলেন, গত ১১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামারসহ সকল স্কুলে পুন:ভর্তি ফি বাতিলসহ অযৌক্তিক ফি নামীয় টাকা আদায় অবৈধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা ও ল্যাব ফি ছাড়া কোনো ফি নেওয়া যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, যে সকল প্রতিষ্ঠান শিক্ষার্থী, অভিভাবকসহ সকল পক্ষের অধিকার সমুন্নত রাখতে নির্বাচনের পথে হাঁটবে ও শিক্ষা ব্যয় কমিয়ে আনবে সেসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাবে। প্রতিটি প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হলে হুঁশিয়ারি করে মাহবুব চৌধুরী বলেন, যারা নির্বাচনের প্রক্রিয়া থেকে বাইরে থাকবে, আধুনিক শিক্ষার প্রসারে তাদের অনগ্রসরতা প্রমাণিত হবে। তিনি আগামী ১৮ এপ্রিল বিবিআইএস নির্বাচনের প্রস্তুতি নেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটে আধুনিক শিক্ষার প্রসার ত্বরান্বিত হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ। উপস্থিত ছিলেন শুভেন্দু শেখর পাল, আতিকুল ইসলাম চৌধুরী, নোমান আহমদ, সৈয়দ মোশাররফ আলী তুহিন, রাসেল আহমদ, মুহাম্মদ সুমন খান, সুমন আহমদ, রেজওয়ানুল হক, বদরুল ইসলাম, ওমর ফারুক, রবিউল আলম, শোয়েব আহমদ, আজাদ আহমদ চৌধুরী, সমছুল ইসলাম চৌধুরী, আবদুল কাইয়ুম, নাহিদ আহমদ, রায়হান আহমদ, খায়রুল ইসলাম, লুনা আক্তার সীমা, চম্পা আরা বেগম, সিপা, লিপি বেগম, সীমা বেগম, তাহমিনা বেগম, মিতু আক্তার, নাজিয়া আক্তার, পান্না আক্তার, রোকশানা বেগম, উমামা আক্তার চৌধুরী, জেসমিন আক্তার, ইয়াসমিন রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি