স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমায় এক ব্যক্তির সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার বেলা ১১ টার দিকে মোগলাবাজার থানার বটেরতল এলাকায় এ ছিনতাইর ঘটনা ঘটে। ছিনতাইর শিকার হুমায়ূন আহমেদ (২৫) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুকুট মিয়ার ছেলে। তিনি কানাডা যাওয়ার জন্য নগরীর আম্বরখানায় একটি এজেন্সিতে ওই টাকাগুলো জমা দিতে আসছিলেন। জানা যায়, বুধবার সকালে নগরীর আম্বরখানা এলাকায় একটি এজেন্সিতে কানাডার যাওয়া জন্য সাড়ে ৮ লাখ টাকা জমা দিতে একটি সিএনজি অটোরিকশায় যোগে বাড়ি থেকে রওনা দেন হুমায়ূন। বেলা ১১দিকে মোগলাবাজার থানার বটেরতল এলাকায় গাড়িটি পৌঁছলে একটি মোটরসাইকেলে থাকা দুই জন গাড়ীর গতিরোধ করে তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পরে টাকা উদ্ধারে মোগলাবাজার থানার দ্বারস্থ হন ভুক্তভোগী হুমায়ূন। মোগলাবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় হুমায়ূন নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সিএনজি চালকসহ আশপাশের লোকজনের সাথে কথা বলছি। বিস্তারিত পরে জানানো যাবে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আম্বরখানায় একটি এজেন্সিতে টাকা জমা দিতে আসার সময় হুমায়ূন নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কিভাবে ছিনতাই হয়েছে, টাকার পরিমান তা আমরা বের করার চেষ্টা করছি।