সাগর আহমেদ :
চশমা পড়ে শিয়াল মশাই
দেখতে গেল কণে
খুব আনন্দে ফিরছে বাড়ি
গান ধরেছে মনে।
ময়না শালিক কাকাতুয়া
বলছে সুরে সুরে
কোন গায়েতে করছো বিয়ে
কোন সে অচীনপূরে?
দাঁত কেলিয়ে শিয়াল মশাই
বলল হেসে হেঁসে
সময় হলেই দেখবে সবাই
বিয়ে ভাদ্র মাসে।
বনের সকল পশুপাখি
এলো জনে জনে
ঢোল বাদ্যর কম কিছু নেই
বিয়ের আয়োজনে।