সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, জনবান্ধব এই সরকার অনগ্রসর জনগোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। যারা সমাজের কল্যাণে কাজ করছেন তাদের সহায়তায় ও সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে বাস্তবধর্মী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।তিনি বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের ভিশন।তিনি এই ভিশন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকারী ও বেসরকারী সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ৫৬ লক্ষ ৯৩ হাজার টাকার চেক বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো: আবু সাঈদ মিয়া, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম,দৈনিক ভোরের কাগজের দক্ষিণ সুরমা প্রতিনিধি এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ। বিজ্ঞপ্তি