নারীদের স্বাবলম্বী করতে ইকরার উদ্যোগ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার

3

বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, ইকরার উদ্যোগে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। মানুষকে স্বাবলম্বী করে তোলার চেষ্টাই প্রকৃত মানবসেবা। ইকরা ইন্টারন্যাশনাল নারীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন থেকে এই সংস্থা মানবতার কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী মানুষের সেবায় কাজ করছে জেনে আমি আনন্দিত।
তিনি বলেন, এ ধরনের মানবহিতৈষী কাজে সরকারের পক্ষ থেকেও সহযোগিতা করা প্রয়োজন। তিনি এই বিশাল কার্যক্রমের কর্ণধার মুকতাবিস-উন-ন‚র এর ভ‚য়সী প্রশংসা করে বলেন, তাঁর সাথে আমার পরিচয় স্বল্প দিনের। আমার মনে হয়েছে তিনি অতি সহজেই যে কাউকে আপন করে নিতে পারেন। অসাধারণ সম্মোহনী শক্তি তাঁর।
২০ নভেম্বর বুধবার দুপুরে ইকরা প্রতিবন্ধী হাসপাতাল সিলেটে আয়োজিত সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান মুকতাবিস-উন-ন‚রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, ইকরা’র পাবলিসিটি সেক্রেটারি ও চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু প্রম‚খ। অনুষ্ঠানে ৫০ টি সেলাই মেশিন ও ৭ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ইকরা প্রতিবন্ধী হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য থেকে আগত ইকরার ট্রেজারার রোকেয়া বেগমও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সেলাই মেশিনপ্রাপ্ত নারীদের মধ্যে ৭ জন অমুসলিম সুবিধাভোগী রয়েছেন। বিজ্ঞপ্তি