জেসমিন জুঁই ৯

51

জালাল আহমেদ জয়

ধূলি মেঘ জুড়ে হেমন্তের ঝর্ণা বয়ে
চলে:ফাস্ট টাইপ রিক্সার মতো
ফলের বাগানে
ফুলের ঘ্রাণে ক্ষত-বিক্ষত
হৃদয়ের প্রান্তর।
চাঁষির চোখে আশার প্রদীপ
জ্যোৎস্নার আলোয় সাজে যখন
তার মাটির ভিটাখানি
আমি সেখানেই দেখেছি
তোমার আর আমার হাতে
দরজার খিলি দিয়ে ভেসে
এসেছিলো চাঁদের ঢেউ।
বলেছিলাম চাঁদও ভালোবাসে
এই হাতগুলো
ছেড়ো না ধরে রাখো
যেমন করে চাঁদও ধরে রাখে
জ্যোৎস্নার ছায়া।