মরুময় মরীচিকার পানে

40

নেছার আহমদ নেছার

আমি মরুময় মরীচিকার পানে
ছুটে যেতে যেতে থমকে দাঁড়ালাম,
যেদিকে চোখ যায় অসীম শূন্যতা
জীবনবৃক্ষ ছায়ায় বসে
চোখ মেলে দেখলাম-শুধু শুধু নি:স্তব্ধতা,
এখানে কেবলেই শুধু শুধু নীরবতা-
এক ভুবন নীরব নি:স্তব্ধতা।
পৃথিবীর কোলাহল নেই-
নেই কোন প্রাণের সাড়া
নেই চাওয়া পাওয়ার অনুভব;
শুধু পদচিহ্ন অবলোকন করে ছুটে এসেছি।
পাইনি তারে খুঁজি যারে-
দিগন্তের সীমাহীন মরুময় পথে
কে যেন সাড়া দেয় অনেক সু-দূরে
অস্তাচল রবির আভায় কোন এক মূর্তি
জাগায় স্বপ্নময় স্মৃতি হৃদয়ের আকুতি
মিশে আছে জীবন পথে
পাইনি যারে কেন খুঁজি তারে
শুধু শুধু হারিয়ে যাওয়ার হাহাকারে।