৮ কলেজে শতভাগ পাস

64

স্টাফ রিপোর্টার :
এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। পরীক্ষা হয় ৭৭ কেন্দ্রে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ সাফল্য অর্জন করেছে আটটি কলেজ। সেরা আট কলেজের মধ্যে রয়েছে- দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ হাজি আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ সিলেট, বালাগঞ্জ মোল্লাপুর হাজি আবদু মিয়া কলেজ, নবীগঞ্জ ক্রিতি নারায়ণ কলেজ, মৌলভীবাজারের কুলাউড়া গজভাগ আহমদ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এই আটটি কলেজের মধ্যে বরাবরের মতো এবারও সেরাদের সেরা সিলেট ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বোর্ডের অধীনে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সর্বোচ্চ ৫২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন। সিলেটের দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২৭ জন গোলাপগঞ্জ হাজি আব্দুল আহাদ উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৩০ জন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ সিলেট থেকে ৮০ জন, বালাগঞ্জ মোল্লাপুর হাজি আবদু মিয়া কলেজ থেকে ৩৫ জন, নবীগঞ্জ ক্রিতি নারায়ন কলেজ থেকে ৫৬ জন এবং মৌলভীবাজারের কুলাউড়া গজভাগ আহমদ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এবার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭২ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কিছুটা বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ।