দক্ষিণ সুরমায় ৩ ব্যবসা-প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

2

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা এলাকায় পণ্যের মূল্যে তালিকা না প্রকাশ করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়সহ অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ৩টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুর বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোক্তা অধিকার ও র‌্যাব-৯’র যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
র‌্যাব-৯ জানায়, গতকাল শনিবার ২৩ অক্টোবর দুপুর বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফুর রহমান এবং জনাব আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আপন রেস্তোরাকে ৪০ হাজার টাকা, জসীম উদ্দিন রেস্তোরাকে ১৫ হাজার টাকা ও রজেস ফাস্ট ফুডকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।