নগরীতে ২৩ খুন, ৬ ডাকাতি, ৫৪ ছিনতাই ও ১৪৮ চুরি

10

মো. আব্দুল হাছিব

বিদায়ী ২০২৪ বছরটি ছিল আলোচিত বছর। বিশেষ করে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিলো সবচেয়ে আলোচিত। যে আন্দোলন বিশ্ব জুড়ে আলোচিত হয়েছিল। নতুন করে বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল স্বৈরাচার সরকার পতনের মধ্যে দিয়ে। ঘটনাবহুল এ বছরটিতে সিলেটজুড়ে বিরাজমান ছিলো নানা ঘটনা-দুর্ঘটনা।
এসময় একাধিক লোমহর্ষক খুনের ঘটনায় সিলেট নগরী ছিল সবচেয়ে বেশী আতংকের। পাশাপাশি চুরি-ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, সড়ক দুর্ঘটনা, দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা তো ছিলই। মারামারি, হানাহানি, দখলবাজি, পূর্বশত্রæতার জেরে প্রতিশোধ নেয়া, প্রতিপক্ষের বাড়িঘরে হামলাসহ সন্ত্রাসী কর্মকান্ড যা মানুষের মনে নাড়া দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষের মধ্যে ছিলো আতঙ্ক, ছিলো উদ্বেগ। সিলেট নগরীতে ২০২৪ সালে ৬টি থানায় খুন হয়েছে ২৩জন, ডাকাতি ৬টি, ছিনতাই ৫৪টি, চুরি ১৪৮টি সংগঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা।
খুনঃ গত ১৭ জানুয়ারি সিলেট মহানগরের মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর পাড় থেকে ফয়েজ উদ্দিন নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। ফয়েজ উদ্দিনের রিকশা চুরি করে তাকে হত্যা করে নদীর পাড়ে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা। খুন হওয়া ফয়েজ উদ্দিন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকার একটি কলোনিতে ভাড়া থাকতেন।
সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় মামার হাতে রাফি (২৫) নামে এক ভাগ্নে খুন হয়েছেন। ৪ মার্চ দুপুরে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাফি (২৫) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের বাসিন্দা ও নগরীর শাহজালাল উপশহরে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় নিহত হন আব্দুল কাইয়ুম (৪৫)। তিনি সিলাম ইউনিয়নের রুস্তমপুর তলপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। জানা যায়, প্রতিবেশী চাচার সাথে আব্দুল কাইয়ুমের বিরোধ চলছিলো। তার জের ধরেই তাকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নগরীর ছড়ারপাড়ে কিশোর গ্যাংয়ের দ্ব›েদ্বর জেরে ৩ মে ছুরিকাঘাতে এক তরুণ খুন হন। নিহত কিশোরের নাম মোহাম্মদ আলী (১৭)। সে নগরীর ছড়ারপাড়ে সাবেক ছাত্রলীগ নেতা রাহাত তরফদারের কলোনীর বাসিন্দা। কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে। পুলিশ আসামিদের আটক করতে অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা উঠতি বয়সের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার অথবা কথা কাটাকাটির জেরেই এ হত্যাকাÐের ঘটনাটি ঘটেছে।
৬ জুন নগরীর মানিকপীর (র.) মাজার এলাকা থেকে সাবিল আহমদ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। ঐদিন সোয়া ৩টার দিকে মাজার সংলগ্ন একটি নির্জন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক নগরের ইলেকট্রিক সাপ্লাই সড়কের কাটাটিলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
১৯ জুলাই সিলেট মহানগরীর বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওইদিন সন্ধ্যায় নগরীর ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। এটিএম তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৮ই আক্টোবর শাওন আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ দিন সন্ধ্যায় সিলেট নগরের সাগরদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন হবিগঞ্জ জেলা সদরের মোহাম্মদপুরের সেলিম মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি নগরের বনকলাপাড়া এলাকায় বসবাস করতেন। শাওন ও তার ভাই নগরের সুরমা মার্কেটে প্রিন্টিং ব্যবসা করতেন।
নগরীর যুবদলের এক কর্মীকে ২৫শে নভেম্বর হত্যা করা হয়েছে। তার নাম বিলাল আহমদ মুন্সী (৩৫)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাহপরান বাহুবল এলাকায় এ ঘটনাটি ঘটে। পূর্ববিরোধের জের ধরে নিজ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় বিলাল নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
বিলাল আহমদ নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। ওয়ার্ড যুবদলের কর্মী হিসেবে পরিচিত বিলাল। এরকম ২৩টি হত্যাকান্ড নগরীতে ঘটেছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ ক্রাইম ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা নিশ্চিত করেছেন।
ডাকাতি: সিলেট নগরীতে গত বছরে ৬টি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। উল্লেখযোগ্য কয়েকটি ডাকাতির ঘটনার মধ্যে রয়েছে। বিগত ৩ অক্টোবর নগরীর মেজরটিলা (ইসলামপুর) মোহাম্মদপুর আবাসিক এলাকার বøক-সি’র প্রত্যাশা-৮নং বাসায় রাত ৪টার সময় এক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাসার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাসার মালিক ও তার স্ত্রীকে বেঁধে স্বর্নালংকার, ২টি মোবাইল ফোন, ও নগদ টাকা লুট করে যায়। এ ঘটনার ৪ থেকে ৫ দিন পরে সকাল ৯টার সময় নোহা লাইটেসযোগে একদল ডাকাত ২৭নং ওয়ার্ডের আলমপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে আব্দুর নূর এর মুদির দোকানে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এই ঘটনার পরে ২৭নং ওয়ার্ডের পৈত্যপাড়ার ব্যবসায়ী পিযুষ পাল এর বাসায় শারদীয় দূর্গাপূজায় নবমীর রাতে ঘরের তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা পয়সা নিয়ে যায় একদল ডাকাত। পৃথক ঘটনা সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে। ৭ই নভেম্বর নগরীর ৪১নং ওয়ার্ডের পশ্চিমভা আবাসিক এলাকায় আনোয়ার হোসেন এর বাড়িতে এক দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওয়ারড্রপে থাকা ৮০ হাজার টাকা, দেড় ভরি সোনা, ৩টি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল (সিলেট মেট্রো ল ১১৭৬৪৫) নিয়ে যায়।
চুরি ও ছিনতাই: নগরীতে প্রতিদিন বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। ৫ আগস্টের পর থেকে পুলিশের টহল জোরদার না থাকায় সিলেটে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। দিনের বেলাতেও অস্ত্র ব্যবহার করে টাকা লুটের ঘটনা ঘটেছে। বেড়েছে বাসা-বাড়িতে চুরি। এতে জনমনে উৎকন্ঠা বেড়েই চলেছে। গত ২০২৪ সালে ৫৪টি ছিনতাইয়ের ঘটনা ও ১৪৮টি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উল্লেখযোগ্য কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনার মধ্যে রয়েছে।
গত ২রা নভেম্বর বেলা বারোটার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় ছিনতাইকারীরা ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড এর নগদ ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড সিলেট বিভাগের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দীন।
নগরীতে দিন দুপুরে দুই সহোদরকে জিম্মি করে জমি কেনার ৪২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৯ ডিসেম্বর বেলা পৌনে ২টার দিকে শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এর আগে নগরীর টিলাগড় পিউরিয়া ফুড প্রোডাক্টস লি: এর সামন থেকে প্রাইভেট কার ঢাকা মেট্রো গ – ১২-৫২১৪ নাম্বারের গাড়িটি ছিনতাই হয়। ছিনতাই পরপর্তীতে শাহ পরাণ (র:) থানায় অভিযোগ করেন গাড়ির মালিক। উপশহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল হোসেন চুরি হওয়া গাড়ি উদ্ধার করতে সক্ষম হোন।
এর আগে নগরীর শিবগঞ্জ ও সাদিপুরে মধ্য স্থান থেকে রসুন বুঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে। আটক এক যুবক বলেন, সন্ধ্যার সময় ১৭০ বস্তা চাইনিজ রসুন নিয়ে একটি ডিআই ট্রাক কালীঘাট থেকে জৈন্তাপুর যাচ্ছিলো। শিবগঞ্জ আসার পর হাতিম আলী মাজার থেকে সাদিপুর এর মধ্যে আসতেই কিছু লোক মোটরসাইকেল দিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে ও লুটেরারা সিএনজি টমটম রিকসাযোগে গাড়ি থেকে প্রায় দেড়শ বস্তা রসুন ছিনতাই করে নিয়ে যায়।
গত ২৯ অক্টোবর সিলেট নগরীর রায়নগর এলাকায় বাসার ভেতর থেকে একটি নতুন মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কতোয়ালী থানায় ওই গাড়ির মালিক হোসেন আহমদ সিদ্দিকী দেরিতে হলেও ৯ নভেম্বর একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নম্বর ৭১৫। সেই মোটরসাইকেলটিও উদ্ধারে কোনো অগ্রগতি নেই।
গত ২রা অক্টোবর আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে শাহজালাল উপশহরের ডি-বøকের ২৫ নম্বর সড়কের ২ নম্বর বাসার বাসিন্দা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের বাসা থেকে একটি ‘আইফোন-১৩’ চুরি হয়। ভোরবেলা ঘুম থেকে মোবাইল না পেয়ে তিনি পরদিন ৩ অক্টোবর শাহপরান (রহ) থানায় সাধারণ ডায়েরী (নম্বর-১৯২) করেন। ভ‚ক্তভোগীরা বলছেন, প্রায় সময় এ রকম ঘটনা ঘটছে। নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা।
নগরীর করেরপাড়ায় দুর্গাপূজার সময় দুটি চুরির ঘটনা ঘটেছে। প্রথমটি করেরপাড়ায় পয়েন্টের বাসায়। পরিবারটি ঢাকায় থাকায় চুরির ঘটনা ঘটে। চোরেরা পুরো ঘর তছনছ করে একটি ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের কেউ পুলিশকে জানায় নি। তবে তাদের এক নিকট আত্মীয় বিষয়টি এই প্রতিবেদককে অবহিত করেন। ওই সময় আরেকটি চুরির ঘটনা ঘটে করেরপাড়ার সতীশ সরণি এলাকায়। পূজার সময় ওই বাসার ভিতর প্রবেশ করে স্বর্ণসহ অনেক টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, দূরবর্তী এলাকা থেকে বাসযোগে আসা যাত্রী ও চাকরিজীবী মানুষ ছিনতাইকারীদের মূল টার্গেট। তারা বিভিন্ন জায়গা থেকে বন্দরবাজার আসার সময় সিএনজি অটোরিকসার যাত্রীরা প্রায় প্রতিদিন মোবাইল, টাকা চুরির শিকার হচ্ছেন। একটি চক্র চারজন যাত্রী নিয়ে আগেই বসে থাকে। শুধু একজন যাত্রীর অপেক্ষায় বসে থাকে। তারপর সময় বুঝে ওই একজন যাত্রীর কাছ থেকে সবকিছু নিয়ে মাঝপথে গাড়ির সমস্যা দেখিয়ে নামিয়ে চম্পট দেয়।
আইনজীবীসহ সচেতনমহল বলছেন, জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তাদের মনোবল কিছুটা ভেঙে গেছে। তাদের টহলও আগের মতো জোরদার নয়। এই সুযোগে চুরি-ছিনতাই বেড়েছে। পুলিশ সংগঠিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত।
সদ্য বিদায়ী বছর ২০২৪ এ সিলেট নগরীর ক্রমঅবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম (সেবা) ইংরেজী নতুন ২০২৫-এ সিলেট মেট্রোপলিটন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আরো উন্নতকরার লক্ষে পুলিশ সর্বাত্ত প্রচেষ্টা অব্যাবহত থাকবে। তিনি বলেন- সিলেট মেট্রোপলিটন এলাকায় অপরাধী সনাক্ত করণের লক্ষে যেসব সিসি ক্যামেরা বিকল অবস্থায় রয়েছে সেগুলো সচল করা হবে। যেসব এলাকা সিসি ক্যামেরার আওয়তায় নেই সেইসব এলাকা সিসি ক্যামেরার আওয়তায় নিয়ে আসার প্রচেষ্টা চালানো হবে।