ফুটপাত দখলমুক্ত করতে আবারও সিটি কর্পোরেশনের অভিযান

34

স্টাফ রিপোর্টার :
নগরীর ফুটপাত দখলমুক্ত করতে আবারও অ্যাকশন চালিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়। নগরীর কোর্ট পয়েন্ট, লালবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকার সড়কে থাকা পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেন সিসিক মেয়র আরিফ।
অভিযানের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ফুটপাত দখল করে ব্যবসা না করতে আদালতের নির্দেশনা থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে হকাররা আবারও নগরীর ফুটপাত দখল করে ব্যবসা করছে, তা নগরবাসীর কাছে পরিষ্কার। তিনি বলেন, যারা নগরীর বাসিন্দাদের সুখ, শান্তি চায় না, তারাই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা-বাণিজ্য করতে শেল্টার দিচ্ছে। মেয়র আরিফ বলেন, নাগরিক অধিকার যারা হরণ করতে চায়, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। তারা জনগণের শত্র“। নগরীর বাসিন্দাদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও তাদের হাঁটার অধিকার ফিরিয়ে দিতে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীর অংশ নেয়।