সিলেট মহানগরীতে ভবনের নকশা অনুমোদন জটিলতা নিরসনের দাবিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কন্সালটেন্সি ফার্ম সিলেটের নেতৃবৃন্দ। এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে সিটি করপোরেশনের প্রশাসক বরাবর নকশা অনুমোদন প্রসঙ্গে একটি লিখত আবেদন করা হয়।
আবেদনে নকশা অনুমোদনের জন্য নির্দিষ্ট ডেক্স নির্ধারণ করা, রিসিভ কপি দেওয়া এবং নকশা অনুমোদন দীর্ঘ সুত্রতা না কারার দাবি জানানো হয়।
এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী শাহাব উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবির রিপন, এসোসিয়েশনের সদস্য প্রকৌশলী ময়নুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী জুবেল আহমদ চৌধুরীর, প্রকৌশলী এহসানুল করিম চৌধুরী, প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী সজল চন্দ্র সরকার, প্রকৌশলী শিবু প্রসাদ দাস প্রমখ।