ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারী ১৪ জানুয়ারি শুরু

4

স্টাফ রিপোর্টার

ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাষ্টিক সার্জারীর মাধ্যমে চিকিৎসা সেবা দেবে রোটারী ক্লাব অব জালালাবাদ। আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোটাপ্লাস্ট মিশনের এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রোটারী ক্লাব অব জালালাবাদ’র নেতৃবৃন্দ এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে রোটাপ্লাস্ট মিশন সিলেট ২০২৫ এর চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন জানান, এটি তাদের মিশনের ৮ম কার্যক্রম। এতে চিকিৎসা প্রদান করবেন আমেরিকা, কানাডা, নেদারল্যান্ড ও মিশর থেকে আগত বিশ্বখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এবারও শেভরন বাংলাদেশের অর্থায়নে মেডিকেল মিশনটি পরিচালিত হবে। অপারেশন কার্যক্রম চলবে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।
তিনি জানান, এর আগেও রোটারী ক্লাব অব জালালাবাদ এ ধরনের আরো ৭টি কার্যক্রম সম্পন্ন করেছে। এতে ৬ শতাধিক রোগী সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা পেয়েছেন। রোটারী ক্লাব অব জালালাবাদ আর্তমানবতার কল্যাণে কাজ করে চলেছে। তারা প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে এই সেবা পৌঁছে দিতে আগ্রহ প্রকাশ করেন। দশ-বারো দিনের প্রচারণায় উল্লেখযোগ্য সংখ্যক রোগী তালিকাভ‚ক্ত করতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।