ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বল্কহেডসহ আটক ১

8

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একটি বালুবোঝাই বাল্কহেডসহ এক নৌকা শ্রমিককে আটক করা হয়েছে। সোমবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছড়ারপার এলাকার চেলা নদী থেকে বাল্কহেডসহ তাকে আটক করে নৌ-পুলিশ।
নৌকা শ্রমিক জিয়াউর রহমান (৪০) জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বিকেলে আটক জিয়াউর রহমানকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, ছড়ারপার এলাকার চেলা নদী বালু মহাল এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে নৌ-পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় বালু মহাল এলাকা থেকে বাল্কহেডসহ তাকে আটক করা হয়। নৌ-পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জিয়াউর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।