গোলাপগঞ্জে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

5
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল ২৫২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান গোলাপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। রবিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার লক্ষণাবন্দ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে লক্ষণাবন্দ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ২৫২তম কাব লিডার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিভাগীয় কমিশনার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার স্কাউট ব্যক্তিত্ব মোবিন আহমদ জায়গীরদার, স্কাউট আঞ্চলিক প্রতিনিধি ও কোর্সের পরিচালক ডাঃ সিরাজুল ইসলাম, স্কাউটসের আঞ্চলিক কমিশনার (উপ-প্রশিক্ষণ) আবদুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসসের সহ-সভাপতি দেওয়ান নাজমুল আলম। এরপর দুপুর ১২ টায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নে অবস্থিত ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। বেলা ১টায় উপজেলা কমপ্লেক্সে উপজেলা ইনোভেশন কমিটির সভায় যোগদেন তিনি। এরপরে বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরন্দ্র নাথ, পারভেজ তালুকদার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ। ২৫২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাব লিডার কোর্সে ৫০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ গ্রহণ করেন।