নাস্তিক মুরতাদ লতিফ সিদ্দিকীর বিচার নিয়ে কোন টালবাহানা জাতি মেনে নিবে না ———সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ

23

পবিত্র ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামের অন্যতম মূল স্তম্ভ পবিত্র হজ্ব নিয়ে কটুক্তিকারী সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার বাদ আসর উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের প্রতি দাবী জানানো হয়। পরিষদের সভাপতি আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  শায়খুল হাদীস মাওলানা ওলিউর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, মাওলানা খলিলুর রহমান, শায়খ মাওলানা আব্দুল মতিন, মাওলানা আশরাফ আলী, মুফতি মাওলানা আব্দুল করিম, মাওলানা আব্দুস শহীদ, অধ্যক্ষ মাওলানা মখছুছুল করিম চৌধুরী, মাওলানা কামাল পাশা, মাওলানা ফেরদৌস আলম ও মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর ২য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে একজন নাস্তিক মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র ইসলাম ধর্ম ও মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ)-কে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়ার পরও সরকার জামাই আদর করে তাকে আশ্রয় দেয়া জাতি মেনে নেবে না। শোনা যাচ্ছে সরকার তাকে সংসদ অধিবেশনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সরকারের এমন কপটনীতির নিন্দা জানানো ভাষা আলেম সমাজের জানা নেই। অবিলম্বে তার রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা বাতিল করে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় উলামায়ে কেরামগণ সর্বস্তরের তৌহিদী জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি