আমাদেরকে ওলি-আউলিয়াদের দেখানো পথে চলতে হবে – শেখ মকন মিয়া চেয়ারম্যান

53

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সিলেট জালালী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুন শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামে আছিম শাহ বাড়ীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, বাংলাদেশ মাজার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, চেম্বার এসোসিয়েশনের সভাপতি ও সিলেটের মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মকন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জালালী সংগঠনের উপদেষ্টা, জগন্নাথপুর বাজার সেক্রেটারি ও সাবেক কৃতি ফুটবলার জাহির উদ্দিন, জগন্নাথপুর পৌর আ’লীগের সভাপতি ডা. আবদুল আহাদ ও কবি সৈয়দ আজমল হোসেন।
সিলেট জালালী সংগঠনের সভাপতি ইসহাক আলী লিকছনের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট জালালী সংগঠনের সহ-সভাপতি শফিক আলী, সাংবাদিক ইয়াকুব মিয়া, আসলাম উদ্দিন প্রমূখ।
এ সময় সিলেট জালালী সংগঠনের উপদেষ্টা পীর খোয়াজ আলী, সিলেটের মোল্লারগাঁও ইউপি সদস্য সুজা চৌধুরী, সমাজকর্মী সাগর মিয়া, বখতিয়ার আহমদ ইমরান, জাকির আহমদ, পীর ফিরোজ আলী, সিলেট জালালী সংগঠনের উপদেষ্টা হাজী গিয়াস উদ্দিন, সৈয়দ জয়তুন মিয়া, আকদ্দুছ আলী, মইনুল ইসলাম, সিলেট জালালী সংগঠনের সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, যুগ্ম-সম্পাদক পিংকু দাস, সাংগঠনিক সম্পাদক সিপন আহমদ, কোষাধ্যক্ষ শাজাহান মিয়া, প্রচার সম্পাদক বাবলু মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হান আহমদ, ধর্ম সম্পাদক এম আর এ শাহীন, কার্যনির্বাহী সদস্য প্রদীপ দেবনাথ, সদস্য সফর আলী, নুরুজ্জামান, শেখ ফজল মিয়া, পাপ্পু মিয়া, আবদুস সামাদ, সুয়েব মিয়া, নুর ইসলাম, সমাজকর্মী ফজলুর রহমান, আবদুল হামিদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক বয়ান পেশ করেন মাওলানা মুহি উদ্দিন মিছবাহ্ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজ উদ্দিন। এতে সার্বিক সহযোগিতা করেন সিলেট জালালী সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আরব আলী ও সংগঠনের সাধারণ সম্পাদক গোবিন্দ দাস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ শেখ মকন মিয়া বলেন, ওলিদের শিরোমনি হযরত শাহজালাল (র.) এর উসীলায় আমরা সিলেট বাসী মুসলমান হয়ে ছিলাম। তাই আমাদেরকে ওলি-আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। তাহলেই আমরা দুনিয়া ও আখেরাতে সফল হতে পারবো।