ছাতকে জাতীয় স্যানিটেশন মাসে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

12

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে এবং তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর কাউন্সিলর লিয়াকত আলীর সভাপতিত্বে ও পৌর শিক্ষক মানিক মিয়া লিটুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সাজিমুল হক, হাজী ছালেক মিয়া, পৌর কর্মকর্তা জামাল আহমদ, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, পৌর নিজাম উদ্দিন, শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।
এ সময় পৌর শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, শামীম আক্তার, আম্বিয়া বেগম, স্বপ্না ভট্টচার্য্য, ছায়াদুন নেছা রেশমী, আঁখি বেগম, মীর আয়শা আক্তার, বীনা চন্দ, দিপ্তী রানী নাথ, নাহরিন আক্তার, রোকশানা পারভিন রেহানা পৌর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রতন দে, নাজির হোসেন, কর্মচারী মৃদুল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।