শীতের আমেজ

22

রাকিব আল হাসান

শীত আগমন করছে দেশে
হিম বাতাসের বেশে,
ধান কুড়িয়ে দুপুরবেলা
ফিরছে খুকি হেসে।

হয় আয়োজন পিঠাপুলির
খেজুর গাছে হাড়ি,
রাত পেরুলেই যায় মালিকে
পাড়তে তাড়াতাড়ি।

সূর্য লুকোয় মেঘের ফাঁকে
মাঠ পাকানো ধোঁয়া,
লজ্জাবতী যায় লুকিয়ে
অল্প দিলেই ছোঁয়া।

জাল বিছিয়ে দেয় কুয়াশা
আবছা আলোর চাঁদ,
হয় অনুভব শীতের আমেজ
নতুন রকম সাধ।