রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ॥ হত্যা ও নির্যাতন চালিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে গৃহহীন করে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে

131

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন, অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তারা বলেন, চট্টগ্রামের রামু,ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সর্বশেষ রংপুরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা প্রমাণ করে এদেশের সংখ্যালঘু সম্প্রদায় কতটুকু নিরাপদে আছে। তারা বলেন, বার বার প্রমাণ হয়েছে এই সমস্ত ঘটনা পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ। আইনের কঠোর প্রয়োগ না থাকার কারণে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা ও মানবতাবিরোধী কর্মকান্ড করে যাচ্ছে। বক্তারা রংপুরের নির্মম চালিয়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে গৃহহীন করে তাদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে এ সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার না হলে দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টকারীরা বহি:বিশ্বের কাছে দেশের সুনাম বিনষ্ট করবে।
গতকাল ১৪ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির কো- চেয়ারম্যান রামেন্দ্র বড়–য়া। মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর আওয়ামীলীগের সম্পাদকমন্ডলীর সদস্য পূজা পরিষদ মহানগরের নেতা তপন মিত্র, সংগঠনের কেন্দ্রীয় সহযোগী সদস্য কৃপেশ পাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মলয় পুরকায়স্থ, মহানগরের সহ সভাপতি শ্যামল কান্তি ধর, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ট্রাইভ্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট জেলা সভাপতি দীনেশ, গোপী শ্যাম পুরকায়স্থ, সুব্রত দেব, এড. রঞ্জন চন্দ্র ঘোষ, সুবল পাল, শ্যামল কান্তি ধর, ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অরুন দেবনাথ সরকার, এড. ভিবাবসূ গোস্বামী বাপ্পী, সিলেট জেলার সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক, বিজয় কৃষ্ণ বিশ্বাস, এড. কল্যাণ চৌধুরী, রঞ্জন চৌধুরী, উৎপল বড়–য়া, রবীন্দ্র দাস, রাজু গোয়ালা, নিরেশ দাস, পিনাক ভট্টাচার্য, জয়ন্তু কুমার দেব, নিলেন্দু দে অনুপ, মনজ দেবনাথ, ডিজি রুমু, বিপ্রেন্দ দাস, অলক দাস, শংকর দাস সংকু, অমৃত রাম ভট্টাচার্য, সঞ্জিত দেব, পান্না লাল ধর, শ্রীহট্ট সিলেট মার্কস বাংলাদেশ সাধারণ সম্পাদক দিলিপ লাল দে, মানিক লাল দে, ছাত্র যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, জেলা শাখার দেবাশীষ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি