হেমন্তের বই

13

রমজান আলী রনি

আদর করে ডাকি তোরে
আয় হেমন্ত আয়
হলুদ, গাঁদা পাপড়ি তুলে
ছোট্টমণির গাঁয়।

রৌদ্র হাসে ধানের ক্ষেতে
ঘাসের ডগায় দুল
মৌমাছিরা চুপিচুপি
ফোটায় নতুন হুল।

অতিথিরা আসলে পরে
ভরে গেলো ঘর
নেমন্তন্নে দারুণ খুশি
নয়তো কেউ-ই পর।

মিষ্টি মুখে হালকা শিশির
প্রকৃতিরও বই
চারিদিকে ফুটলো যেনো
হইচইয়েরই খই!