কোরআনের খেদমতকারী আল্লাহর প্রিয় বান্দা ॥ – আওলাদে রাসূল প্রফেসর ড. শায়েখ সায়্যিদ

453
শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন রাসূল পাক (সা:) এর ৪১তম বংশধর প্রফেসর ড. শায়েখ সায়্যিদ জামাল সাক্কার আল-হুসাইনি আল-আশ’আরী।

শাহ্্জালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্্রাসা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর তাঁতীপাড়া হাজী আব্দুল মুকিত জামে মসজিদ সংলগ্ন এই মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাসূল পাক (স.) এর ৪১তম বংশধর বৈরুত লেবানন গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর ড. শায়েখ সায়্যিদ জামাল সাক্বার আল-হুসাইনি আল-আশ’আরী। তিনি বলেন, পবিত্র কোরআনের খেদমতকারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স.) পবিত্র কোরআনের খেদমক করেছেন। মহান সৃষ্টিকর্তা বিশ্বের মুসলিম উম্মাহর সঠিক পথ প্রদর্শনের জন্য শেষ নবী হযরত মোহাম্মদ (স.) কে সম্মান করেছেন এবং মাহাগ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেছেন। আমাদের সকলের উচিত পবিত্র এই মহাগ্রন্থের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করা। শাহ্্জালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্্রাসা’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হাফিজ মাওলানা মোঃ ফখর উদ্দীন ছাহেব চৌধুরী ফুলতলী। অত্র মসজিদের মুতাওয়াল্লি হাজী মোঃ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও হাফিজ মোঃ আব্দুল মুক্তাদির এর পরিচালনায় বক্তব্য রাখেন ছাহেব জাদায়ে বর্ণী মাওলানা মোঃ আব্দুল আলীম, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সুযোগ্য নাতি হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মুজতবা হাসান চৌধুরী নোমান, আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মোঃ মাহফুজুর রহমান, ভুরকী হাবিবিয়া হাফিজিয়া মাদ্্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ মোঃ আব্দুশ শহীদ, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্্রাসার সুপার হফিজ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, লক্ষাণাবন্দ ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মোঃ আব্দুল আজিজ, ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী। বিজ্ঞপ্তি