হেমন্তের পরশ

30

রিপলু চৌধুরী

ষড়ঋতু দেশ আমার এই বাংলা
চতুর্থ ঋতুতে হয় হেমন্তকাল
যাহা কার্তিক অগ্রহায়ণ মাস নিয়ে
শুরু হয় সুবাসিত মিষ্টি সকাল।

শিশির ভেজা ঘাসের উপর
কৃষাণ চলে মাঠ পানে
হাসান হেনা জুঁই চামেলিফুল
হেমন্তে ফুটে বনে বনে।

ধানের ডগায় শিশির বিন্দু
খেলা করে সাতসকাল
সর্ষ ক্ষেতে উড়ে মৌ মাছি
খেলা করে সকাল বিকাল।

কৃষাণ তার মনের আনন্দে
কেটে আনে নতুন ধান
নতুন ধানের নতুন পিঠা খেয়ে
মনের সুখে করে গান।