শরৎ এলো

22

ইমামউদ্দীন ইমন

তাল পাকিলো কাঁশ ফুটিলো
মেঘ যে এলো ভেসে,
তাই না দেখে মন যে বলে
শরৎ এলো দেশে।

ভাদ্র মাসের তালের পিঠা
খাই যে মনের সুখে,
মায়ের হাতের স্বাদটা যে পাই
প্রতি ঢুকে ঢুকে।

কাঁশ ফুটেছে নদীর ধারে
আরো ক্ষেতের আলে,
তাই না দেখে কন্যা হাসে
টুল পড়িলো গালে।