বাংলার কৃষক

10

কৌশিক সূত্রধর

ভোর সকালে লাঙ্গল কাঁধে
গাঁয়ের কৃষক দল বাঁধে
করতে মাঠে চাষ,
ফলাবে যে সোনার ফসল
এটাই তাদের আশ।

সকাল সন্ধ্যা থাকে মাঠে
ঝড় বৃষ্টি রোদেও খাটে
একাই বিরামহীন,
কষ্ট করে এই আশাতে
আসবে যে সুদিন।

বাংলা মায়ের বুকটি ভরে
সোনার ফসল আবাদ করে
থাকে কুঁড়েঘরে,
ভালো ফলন পেলেই শুধু
মনটা তাদের ভরে।