মুজিব

7

জাহিদ হাসান রনি

হে মুজিব,
কোটি হৃদয়ের মাঝে-
তুমি আজও সজীব।

তোমার ছিলো উচ্চ শির,
তুমি ছিলে যে এক মহান বীর।
কত ঝড়-ঝাপটা-
এসেছিলো তোমার জীবনে,
মিলিয়ে দিলে সব ধূলার তখ্তে।

তুমি ছিলে অগ্নি,
দু’চক্ষে ঘটে যাওয়া যত অন্যায়,
পুড়ে ছারখার করেছিলে তক্ষনি।

হে মুজিব,
কোটি হৃদয়ের মাঝে-
তুমি আজও সজীব।

দেশের জন্য,
আপামর জনগনের জন্য,
তোমার ভালোবাসার কমতি নাহি ছিলো।

ওরা বলেছিলো,
কেঁড়ে নেব সব প্রাণ,
বাংলা করবো শূন্য,
এই আমাদের অভিযান।
সকলের আগে বক্ষ তোমার ধায়,
কোন পথে আজিকে মৃত্যু,
দেখি কোথায় আছে তার ঠাই।
বক্ষে সাহস রেখে,
সিংহের ন্যায় হুংকার ছেড়ে,
জাগিয়েছিলে ঘুমন্ত জনতাকে।

তুমি ছিলে উদ্যম,
তুমি ছিলে দুর্দম,
তুমি ছিলে তুর্য,
বক্ষে ধারণ করেছিলে সূর্য।

তুমি অগ্নিকুণ্ড,
তুমি হীরকখণ্ড।
তোমার মৃত্যু নেই,
তুমি লভিয়াছ অমরত্ব।

হে মুজিব,
কোটি হৃদয়ের মাঝে-
তুমি আজও সজীব।

এভাবে কত যুগ যাবে বহিয়া,
কোটি বাঙালির হৃদয় থেকে-
তোমার নাম যাবে না মুছিয়া।
যুগে যুগে অমলিন হয়ে,
কোটি হৃদয়ে রয়ে যাবে চিরদিন।

হে মুজিব,
কোটি হৃদয়ের মাঝে-
তুমি আজীবন সজীব।