হেমন্ত মানে

14

কাঞ্চন দাশ

হেমন্ত মানেই শিশিরস্নাত প্রহর
হেমন্ত মানেই নবান্নূ
হেমন্ত মানেই পাকা ধানের
ম-ম গন্ধ।

হেমন্ত মানেই মাঠে মাঠে
শোনায় ধানের গানূ
হেমন্ত মানেই ঘরে ঘরে
ডাকে খুশির বান।

হেমন্ত মানেই পালতোলা নাও
নদীর কলতানূ
হেমন্ত মানেই ছন্দে ছন্দে
দোয়েল গায় গান।

হেমন্ত মানেই নবোচ্ছ্বাস
নব শিহরণ
হেমন্ত মানে হরেক রকম
ফুলের মধুর ঘ্রাণ।

হেমন্ত মানেই সুখ-দুঃখের
অসীম ভালোবাসা
হেমন্ত মানেই নতুন জীবন
নতুন করে আশা।