স্টেক হোল্ডার সভায় বক্তারা ॥ সুনামগঞ্জের হাওরাঞ্চলে জুন-জুলাই মাসে গর্ভবতী মায়ের সংখ্যা বৃদ্ধি পায়

29

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা
সুনামগঞ্জের হাওরাঞ্চলে জুন-জুলাই মাসে গর্ভবতী মায়ের সংখ্যা বৃদ্ধি পায়। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে শিশু বিবাহ একটি বিরাট প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। জেলার তহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যের অবস্থা নাজুক পর্যায়ে রয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় জেলা পরিবার পরিকল্পনা মিলনায়তনে স্টেক হোল্ডার সভায় এসব কথা বলেছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোঃ মোজাম্মেল হক। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ভিজুয়্যাল কমিউনিকেশন লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মারুফ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার, ডাঃ একে এম মফিুজল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হক, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা প্রমুখ। এ সময় সুনামগঞ্জের জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।