একটা ভাষণ

33

রুহুল আমিন রাকিব

একটা ভাষণ খুবই দামি
একটা ভাষণ খুবই নামি।
একটা ভাষণ তেজে ভরা
অবাক চেয়ে দেখে ধরা।
একটা ভাষণ বিশ্ব বুকে
স্বাধীন একটা রাষ্ট্র আঁকে
ছেলে বুড়ো,কামার কুমার
পথে নামে ঝাঁকে ঝাঁকে।
একটা ভাষণ দাঁড়ায় রুখে
সাহস জাগায় সবার বুকে
নতুন একটা রাষ্ট্র পেতে
ভাষণ ছড়ায় সবার মুখে।
একটা ভাষণ তীরের মতো
জাগে সবাই বীরের মতো
দেশ স্বাধীনের আগে রে ভাই
নয়তো কভু মাথা নত।
একটা ভাষণ সবার প্রিয়
বাংলাদেশের জন্ম গানে
শেখ মুজিবের সেই সে ভাষণ
যায় ছুঁয়ে যায় সবার প্রাণে।