ঘাসের নির্যাস

37

জালাল জয়

হালকা হালকা ধোঁয়া,ভোরের শিশির ছোঁয়ে
পড়ছে জলে ভেজা ঘাসে। একটু আধো,
একটু কুসুম, শীতল হাওয়ায় উড়ছে
গোলাপের পাঁপড়ি। স্পর্শকাতর চোখে,
শুরু হয় কম্পন শুধুই কম্পন…

আহা! হারিয়ে ফেলি দিশা,শুয়ে থাকি ঘাসে,
ধানসিঁড়ির বুকে। কেমন যেন নি:স্বপ্নে
জড়িয়ে রাখা আদরগুলো জেগে ওঠতে লাগলো
ঐ রক্তমাখা সূর্যরশ্মির হাত ধরে।