রক্তঝরা মার্চ

35

সেলিম সিকদার

দিন, সপ্তাহ ও মাসের চরকা ঘুরে
আবারও একটি বছর পরে
ফাল্গুনের মাঝামাঝি উত্তপ্ত সময়ে
অগ্নিঝরা, অশ্রুঝরা বাঙালির গৌরবের
স্বাধীনতার মার্চ এলো সবার মাঝে।
শহীদ সন্তানদের দিকনির্দেশনায়
জাগ্রত তোমার আমার প্রিয় বাংলাদেশ,
তাদের চেতনা নিয়ে রচিবে কত
কবিতা গান নবীন প্রবীণ লেখকগণে
সাড়া জাগবে তারুণ্যের মনে।
কত সূর্যসন্তানরা জীবন দিলেন
বাঙলার মাটি মুক্তি করার লক্ষ্যে !
আবার কোনো মা তার সন্তানকে
দেশ মাতার তরে যুদ্ধে পাঠায় !
কত নববধূ হারায় তার স্বামীকে !
আবার কত ভাই গেছে না ফিরার দেশে
সেই শোকে বোনটি আজও কাঁদে।

সেই রক্তঝরা মার্চ এসেছে
আমাদের সবার মাঝে
একাত্তরের স্মৃতিগুলো স্মরণ করে দিতে।
শহীদের রক্তে লাল হয়েছিল
চিরসবুজ মাঠ ঘাট বাঙলার
আমরা পেলাম রক্তের বিনিময়ে
লাল সবুজের একটি পতাকা
যার মাঝে আছে লাখো
মুক্তিকামীদের স্বপ্ন আঁকা।
বীর সৈনিকরা করলো যুদ্ধ
দীর্ঘ নয়টি মাস
বাঙলা মা আমার আঁকলো ছবি
রক্ত দিয়ে লিখা ইতিহাসে
সেই ইতিহাসে শত শোক বেদনা আছে।
তা জানতে হবে নতুন প্রজন্মকে,
তাদের অবদান ভুলবে না
ভুলবে না বাঙালি জাতি !
যাদের রক্তে লাল হয়েছিলো
পিতার জায়নামাজের পাটি !
সোনার দেশের সোনার সন্তানদের
কাছে একটি দাবি রাখতে চাই
নতুন প্রজন্মকে সঠিক মুক্তিযুদ্ধের
ইতিহাস জানার অনুরোধ জানাই।