সপ্তাহব্যাপী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

23
জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীত বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সিলেটে সপ্তাহব্যাপী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০১৯-এর রবিবার সমাপ্তি হলো। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও চ্যানেল এস সিলেটের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা এবং কর্মশালার প্রশিক্ষক মীন আরা পারভীন। একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজীন ও সানজানা ইসলাম স্বর্ণার উপস্থাপনায় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া ইসলাম শোভা ও শুভ্রদীপ দাস শুভ। এরপর কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা যা শিখল তার অংশবিশেষ পরিবেশন করেন। বিজ্ঞপ্তি