জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় ২২টি স্কুলে নতুন ভবন নির্মাণের অনুমোদন

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে শিক্ষার হার ও মান প্রসারের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় ২২ টি স্কুলে নতুন ভবন নির্মাণের অনুমোদন হয়েছে। এতে জনমনে আনন্দের বন্যা বইছে।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরের অধীনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় ও মন্ত্রীর দেয়া ডিও লেটারে জগন্নাথপুর উপজেলার আউদত পূর্ব বুধরাই আটঘর, জগদিশপুর, ঘোষগাঁও-টিআরগাঁও, কামারখাল, খাশিলা-১, হিজলা-নাদাপুর, মশাজান-কাদিপুর, গড়গড়িয়া কান্দি, ভবানীপুর, হবিবপুর, কুবাজপুর, বাগময়না, সৈয়দপুর, কাকবলি, আটঘর,আবদুল কাদির, রৌয়াইল, জগন্নাথপুর আদর্শ, নয়া চিলাউড়া, পীরেরগাঁও, ইছগাঁও ও ঘোষগাঁও সহ ২২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের অনুমোদন হয়েছে।
এ ব্যাপারে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয়ের আন্তরিকতায় ও ডিও লেটারে জগন্নাথপুর উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের অনুমোদন হয়েছে। আশা করছি আগামী ৩ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।