২১ দফা দাবী বাস্তবায়নে ॥ প্রধানমন্ত্রী বরাবরে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের স্মারকলিপি প্রদান

53

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবরে ২১ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে ২৮ জানুয়ারী রবিবার ৬৯ নং স্মারকে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারী সিলেটের পুণ্যভূমিতে আগমন উপলক্ষে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত জানানো হয়। স্মারকলিপিতে বৃহত্তর সিলেটের জনগুরুত্বপূর্ণ ২১ দফা দাবী আশু বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়। দাবী সমূহের মধ্যে বৃহত্তর সিলেটের ঘরে ঘরে গ্যাস সরবরাহ, বৃহত্তর সিলেটের সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ১০০% সিলেটি লোক নিয়োগ, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে সরকারী মেডিক্যাল কলেজ স্থাপন, সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ড গঠন, সিলেট আখাউড়া রেল লাইন ডাবল করণ, হবিগঞ্জে একটি চিনি কল ও একটি গ্লাস ফ্যাক্টরী স্থাপন, চা এর সদর দফতর স্থাপন, সুরমা, মনু, খোয়াই, পিয়াইন নদী জরুরী ভিত্তিতে খনন, সিলেট বিভাগে একটি সার্ভে ট্রেনিং কলেজ স্থাপন, সিলেটে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন, সিলেট বিভাগে একটি শ্রম আদালত গঠন, সিলেট-ঢাকা মহাসড়ককে চার লেনে উন্নীত করণ, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ রোড সহ বৃহত্তর সিলেটের রাস্তাসমূহ জরুরী ভিত্তিতে মেরামত, সিলেট সরকারী শাহপরাণ কলেজকে ডিগ্রীতে উন্নীত করণ, সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটকে বি,এস,সি ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ, সিলেট বন বিদ্যালয়কে ডিপ্লোমা কোর্সে পুনঃবহাল, শমসেরনগর বিমান বন্দরকে পুনরায় চালু সহ ২১ দফা ও উপদফা সম্মিলিত দাবী সংযুক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এবং বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে স্মারকলিপিতে স্বাক্ষর করেন-এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ডা: হাবিবুর রহমান, এডভোকেট আব্দুল অদুদ, এডভোকেট কিশোর কুমার কর, মারিয়ান চৌধুরী মালি, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, এডভোকেট শাবানা ইসলাম, আবুল খায়ের, হেলাল তাপাদার, এডভোকেট জয়ন্ত চক্রধর, আব্দুল মুমিন লাহীন, রফি দেব, চৌধুরী রহমত এলাহী রাজ, সৈয়দ নজরুল ইসলাম চুনু, মোঃ সাজু আহমদ, এডভোকেট ছাইফুর রহমান, খন্দকার রানা, ইকবাল হোসেন আফাজ, এডভোকেট আফজল আহমদ, সৈয়দ হুরুজ্জান, ইরশাদ আলী, মোঃ লুৎফুর রহমান, এডভোকেট মামুন উর রশিদ, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট মোঃ শহীদুল্লাহ, বিমান দাস, মঈন উদ্দিন, ক্ষমা রাণী দে, আছমা বেগম, সাইফুর রহমান সুমন, ড. ফৌজিয়া এডভোকেট, শামীম আহমদ, মোঃ জাকারিয়া, এডভোকেট মোয়াজ্জম হোসেন, চৌধুরী আব্দুল মালিক, মোঃ আলী সহ প্রায় ৫৫ জন স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি