ওসমানীনগরে মাহফিলে বক্তারা ॥ থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের সংস্কৃতি বা উৎসব হতে পারে না

39

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের বরায়া কাজিরগাঁও ইযহারুল কুরআন পরিষদের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তাজপুর কদমতলাস্থ শাহী ঈদগাহ প্রাঙ্গণে রবিবার বিকেল ২টা থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন, জামিয়া ইসলামিয়া ও ফুরক্বানিয়া তাজপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ আলী, জামিয়া উসমানীয়া কাজির গাঁও টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ ও কদমতলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর নুর। মাহফিলে প্রধান অতিথির বয়ানে আল্লামা মুখলিছুর রহমান খিয়ামপুরী বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশ অনুযায়ী মানবজীবন পরিচালনা করতে হবে। ইসলামে তাকওয়ার চেয়ে অধিক মর্যাদাবান কোনো কাজ নেই। তাই সকলকে তাকওয়া অর্জন ও পাপাচার বর্জন করতে হবে। এক্ষেত্রে মুত্তাকিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদাসম্পন্ন।
গায়ে হলুদসহ বিধর্মী সংস্কৃতি মুসলমানদের বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট কখনোই ইসলাম ও মুসলমানদের ঐতিহ্য নয়। এটা মুসলমানদের সংস্কৃতি বা উৎসব হতে পারেনা। এটা বিধর্মী ইহুদী-নাছারা কর্তৃক প্রবর্তিত ও অগণিত হারাম কাজ করার রাত্রি। এই রাত্রে মুসলমানদের মধ্যে যারা হারাম কাজ করেন তারা জাহান্নামী হবেন। সমস্থ ভুল ভ্রান্তি পরিহার করে সত্য ও ন্যায়ের মত ও পথ অনুসরণ ও অনুকরণ করুন। তাহলে খুঁজে পাবেন মহান আল্লাহ পাকের অসীম অনুগ্রহ। আর তখনী খুলে যাবে আপনার জন্য চিরসুখের স্থান জান্নাতের দ্বার। মাহফিলে তাফসীর পেশ করেন, ঢাকাস্থ মীর পুর পল্লবী কেন্দ্রীয় মসজিদের খতিব শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদুল্লাহ জামী, মাওলানা আব্দুল আজিজ খান ছাতকী, মাওলানা আব্দুল হাই বাহুবলী। তাফসীরুল কুরআন মাহফিল শেষে একই মঞ্চে গজল সন্ধ্যায় ইসলামী সংগীত পরিবেশন করেন, ইসলামী সংগীত কিংবদন্তী জাগ্রত কবি আল্লামা মুহিব খান, কাজী আমিনুল ইসলাম, বুরহান উদ্দিন ইয়াছিন, হাফিজ মুস্তাফিজুর রহমান ও হাফিজ আব্দুর রহমান প্রমুখ। গজল সন্ধ্যা পরিচালনা করেন কবি মীম সুফিয়ান।