লকডাউনে নগরীর ইফতারির দোকানে ভিড়

10
লকডাউনে নগরীর আম্বরখানায় ইফতারির দোকানে উপচেপড়া ভিড়।

স্টাফ রিপোর্টার :
করোনা প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্যেও সিলেটে পবিত্র রমজান মাসের প্রথম রোজায় ইফতারি কিনতে নগরীর ইফতারীর দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। নগরীর বিভিন্ন ইফতারীর দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
কঠোর লকডাউনের কারণে নগরীতে কম সংখ্যক রেস্টুরেন্ট খুলেছে। যেগুলো খোলেছে সেগুলোতে গতকাল বুধবার বিকালে দেখা যায়, ক্রেতাদের ব্যাপক ভিড়। কিছু রেস্টরেন্টের মালিকের সাথে আলাপকালে তারা ক্রেতাদের চাপ থাকার বিষয়টি স্বীকার করে বলছেন, তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েই ইফতারি বিক্রি করছেন।
বুধবার প্রথম রোযা হওয়াতে ভোজন প্রিয় মানুষ ইফতারীতে একটু ভিন্ন স্বাদ নিতে নগরীর বিভিন্ন ইফতারীর দোকানে ভিড় করেন। নগরীর আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজারসহ বিভিন্ন স্থানে দেখা যায় ইফতারী কিনতে আসা মানুষের ভিড়। এতে স্বাস্থ্যবিধির মানার কোন লক্ষণ দেখা যায়নি।
আম্বরখানা এলাকায় ইফতারী কিনতে একজনের সাথে কথা বললে তিনি জানান, প্রথম রমজানে বাসায় ইফতার করবেন। একটু ভিন্ন স্বাদের ইফাতারী নিতেই দোকানে এসেছেন। করোনা ঝুঁকির মধ্যে কেনো বাইরে এসেছেন জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান।