করোনা মুক্তির প্রার্থনায় অগ্নিহোত্র যজ্ঞে ‘গীতা জয়ন্তী’ উদযাপন

11

করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে অগ্নিহোত্র যজ্ঞ করে ইসকন সিলেটে সনাতন ধর্মাবলম্বীরা গীতা জয়ন্তী ও শ্রীল প্রভুপাদের গ্রন্থ ম্যারাথন উৎসব উদযাপন করেছেন।
শুক্রবার (২৫ডিসেম্বর) ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে সেজে ওঠে যজ্ঞানুষ্ঠান। উৎসব উপলক্ষে বিশ্ব-শান্তিকল্পে শ্রীমদ্ভগবদগীতা পরায়ণ ও অষ্টাদশ যজ্ঞানুষ্ঠান, আলোচনা সভা, আরতি, মহাপ্রসাদ বিতরণ করা হয়। করোনা মহামারি পরিস্থিতির কারণে স্বাস্থবিধি মেনে মন্দিরে এ উৎসব হয়েছে।
উল্লেখ্য, পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাঁচ হাজার বছর আগে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী (মোক্ষদা একাদশী) তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই মহিমামন্ডিত তিথিকে গীতা জয়ন্তী তিথি বলা হয়।বিশ্বে শান্তি ও সমৃদ্ধি কামনায় গীতার জ্ঞান বিতরণই এই উৎসবের আয়োজন। বিজ্ঞপ্তি