রক্তে লেখা ইতিহাস

36

আয়েশা সিদ্দিকা আতিকা

উনিশ’শ একাত্তরের ষোলই ডিসেম্বর
বিজয় দিবস পেলাম
ত্রিশ লক্ষ শহীদ ভাইয়ের
রক্তের ফলের সংগ্রাম।

বাংলার আকাশে স্বাধীন পতাকা
যখন উত্তেলিত হয়
সবার মনে ঠিক তখনি
কেটে গেছে ভয়।

তোমাদের বীরত্ব গাঁথা অমর ইতিহাস
ভুলব কি করে?
বিজয় এলে নয় সবসময়ই
তোমাদের কথা মনে পড়ে।

অনেক দোয়া সবসময় আছে
তোমাদের তরে
দু’হাত তুললে তোমাদের কথা
যাই যে স্মরে।