৭১ এর কাহিনী

55

মোঃ আলাউদ্দিন তালুকদার

৭১-এ পাক-বাহিনীর বিরুদ্ধে
পূর্ব পাকিস্তানের যে সংগ্রাম হয়,
সেই সংগ্রামেই বাংলাদেশ নামক
স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়!

২৫ই মার্চের কালো রাতে
পাকিস্তানি সামরিক বাহিনী,
পূর্ব পাকিস্তানের বাঙালি নিধনের
মর্মান্তিক এক কাহিনী!

স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে
ঘটে ঢাকায় সেই রাতে,
অজ¯্র বাঙালি নর-নারীকে
হত্যা করে এক সাথে!

৭০ সালের নির্বাচনে
শেখ মুজিব যখন জয়ী হয়,
গ্রেফতার পূর্বেই বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণা হয়!

পরিকল্পিত গণহত্যা
প্রতিরোধ যুদ্ধের সূত্র হয়,
জীবন বাঁচাতে লক্ষ লক্ষ মানুষ
ভারতে তখন আশ্রয় লয়!

বাংলার সকল দামাল ছেলেরা
স্বাধীনতাকামী দেশ বাঁচাতে,
মুক্তিবাহিনী গড়ে তোলে
পাক-বাহিনীকে নাচাতে!

গেরিলা যুদ্ধ চালায় সারাদেশে
বাংলার মুক্তিবাহিনী
দিশেহারা হয়ে পড়ে,
পাক-হানাদার বাহিনী!

মুুক্তিযুদ্ধ চলাকালে
বাংলাদেশকে ভারতে,
আর্থিক, সামরিক, কূটনৈতিক
সহায়তা করে সবখাতে!

ডিসেম্বরের শুরু লগ্নে
পাক-বাহিনীর পরাজয়,
পরাজয়ের লজ্জা এড়াতে
ভারত যুদ্ধে লিপ্ত হয়!

মুক্তি বাহিনী ও ভারত বাহিনীর
আক্রমণে পড়লে,
বাঙালি পায় স্বাধীন দেশ
পাক-বাহিনী, আত্মসমর্পণ করলে!