মালিতে হোটেলে সন্ত্রাসী হামলা, জিম্মি ১৭০

15

কাজিরবাজার ডেস্ক :
মালির রাজধানী বামাকোর রেডিসন ব্ল হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে jakia..mali_91542জানিয়েছে বিবিসি অনলাইন। হোটেলের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, দুজন বন্দুকধারী আরবীতে ‘সৃষ্টিকর্তা মহান’ বলতে বলতে হোটেল প্রবেশ করে। সেই সময়ে হোটেলে ১৪০ জন অতিথি এবং ৩০ জন হোটেল কর্মী উপস্থিত ছিলেন। এদের সকলকে জিম্মি করেছে বন্দুকধারী হামলাকারীরা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছে, এখন পর্যন্ত ৩০ জিম্মিকে মুক্তি দিয়েছে বন্দুকধারীরা। এছাড়া হামলায় তিনজন নিহত হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, হোটেলটিতে বেশ কয়েকজন চীনা নাগরিক আছে।
হোটেলটিতে এয়ার ফ্রান্স এবং তার্কিশ এয়ারলাইন্সের কর্মীরা অবস্থান করছিলেন। এয়ার ফ্রান্স জানিয়েছে, তাদের ১২জন কর্মী নিরাপদে মুক্তি পেয়েছে। তার্কিশ এয়ারলাইন্সের পাঁচজন কর্মীর মধ্যে দুজন এখনও হোটেলের ভেতরে। অপর তিনজন মুক্তি পেয়েছে।
হোটেলের ভেতরে ২০জন ভারতীয় নাগরিক রয়েছে বলেও জানা গেছে।
দেশটির নিরাপত্তা দপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানায়, এটি একটি সন্ত্রাসী হামলা। পুলিশ পুরো ঘটনাস্থল সিলগালা করে রেখেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের আওয়াজ শোনা গেছে।
মার্কিন মালিকানাধীন এই হোটেলটি মালিতে বসবাসরত বিদেশে নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়।
গত আগস্টে মালির আরেকটি হোটেলে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ১৩জনকে হত্যা করে। এর মধ্যে পাঁচজন মার্কিন কর্মী ছিলেন।