জগন্নাথপুরে সেই ঝুঁকিপূর্ণ মোকামের ঢালা ভাঙনে মাটি ভরাট

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রাম এলাকার সেই ঝুঁকিপূর্ণ মোকামের ঢালা নামক ভাঙনে মাটি ভরাট করা হয়েছে। ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৪০নং পিআইসি কমিটির মাধ্যমে ভাঙনে বাঁধ নির্মাণ চলছে। এ প্রকল্পের কমিটি গঠন নিয়ে একটি মহল নানা মিথ্যাচার করলেও কাজ হয়নি। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সরেজমিনে স্থানীয়দের সাথে আলাপকালে সেই ঝুঁকিপূর্ণ ভাঙনে দ্রুত কাজ করায় তারা সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র কয়েকদিনের মধ্যে ভালো মানের মাটি দিয়ে বাঁধ নির্মাণের মাধ্যমে সমুচিত জবাব দিয়েছেন পিআইসি কমিটি।
এ সময় ৪০নং পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য মো.শওকত আলী বলেন, ইতোমধ্যে বাঁধের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এবার যারা কাজ পায়নি, তারাই কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে নানা মিথ্যাচার করছে। তাদের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।