জনমনে উদ্বেগ ও আতঙ্ক ॥ কুলাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি

39

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাম্প্রতিক সময়ে উপজেলায় খুন-খারাবি, চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। খুন-খারাবি, চুরি-ডাকাতি বৃদ্ধি পেলেও পুলিশের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।
জমি নিয়ে বিরোধে জেরে নিহত ১, আহত ৭ : কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের মদনগৌরী গ্রামে গত ৩১ অক্টোবর ভোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আসবাবপত্র ভাংচুরসহ শফিকুর রহমান চৌধুরী (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
হাজীপুরে সহপাঠির হাতে খুন : উপজেলার হাজীপুরে সহপাঠির হাতে খুন হলো স্থানীয় হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী লাবনি আক্তার নাজরীন (৯)। ২২ অক্টোবর দুপুরে স্কুলের টিফিনের সময় সহপাঠিনী আফিয়া ধানক্ষেতের কাদায় চুবিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাবনিকে। এঘটনায় একটি প্রতিবাদ সবাবেশে স্থানীয় হাজীপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, সাংবাদক আব্দুল বাছিত বাচ্চুসহ এলাকার মানুষ এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সেফটি ট্যাংক থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার : কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের আয়ুব আলী (৫৮) র লাশ গত ১৪ অক্টোবর  মঙ্গলবার নিখোঁজের ৪০ দিন পর পাশের বাড়ির সেফটিক ট্যাঙ্কের ভেতর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তারই পুত্র জলিল রহমান (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে এবং ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২০দিনে ১৭টি ডাকাতি ও চুরি সংঘটিত  হয়েছে : গত ২৯ অক্টোবর বুধবার ভাটেরা ইউনিয়নের  দক্ষিণভাগ গ্রামের মাধ্যপ্রাচ্য প্রবাসী মশাহিদ আলীর বাড়িতে রাত আনুমানিক ২টার পরে ১২/১৪ জনের একদল ডাকাত হানা দেয়। বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িতে লুটপাট চালায়। ডাকাতদল বাড়ির লোকজনকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে সোনা, নগদ টাকা, দামি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের আল-মদিনা মার্কেটের কাইয়ূম এন্ড ব্রাদার্সে গত ১৯ অক্টোবর রবিবার দিবাগত রাতে সাটারের তালা ভেঙ্গে চোরেরা দোকান থেকে বিয়ের নেট পাথরের, জড়জেট, টাঙ্গাইল ও জামদানি শাড়ী, লুঙ্গিসহ ৭ লক্ষ ৯০ হাজার ৮৫০ টাকা মূল্যের মালামল চুরি করে নিয়ে যায়। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে জয়চন্ডি ইউনিয়নের হাওর এলাকায় বিজয়া সড়কে বাঙ্গার ব্রীজ নামক স্থানে পৌঁছলে ৪/৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করার চেষ্টা করলে যাত্রীদের চিৎকারে স্থানীয়রা একত্রিত হয়ে ৩ জনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। গত ২০ অক্টোবর রাতে কোনো এক সময় মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জের আংশিক) আসনের এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের কুলাউড়া শহরের মাগুরাস্থ বাসায় জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। বাসার আলমারির দরজা ভেঙে মালামাল নিয়ে গেছে। এ ঘটনায থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ২৪ অক্টোবর শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্ত সাবেক এমপি এম এম শাহীনের আমতৈলস্থ গ্রামের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকটি আলমারি, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে মূল্যবান কাগজপত্র তছনছ করে। এছাড়া বিভিন্ন ফাইলপত্র, ব্রিফকেস, বিছানা ও আসবাবপত্র লণ্ডভণ্ড করে বাড়ির বাইরে ভেতরে ফেলে যায় এবং নগদ টাকা, টর্চ লাইট ও ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। একই ইউনিয়নের হোসেন পুর গ্রামের কাতার প্রবাসী ময়ুব আলীর বাড়ীতে গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে ও আসবাবপত্র লণ্ডভণ্ড করে ঘরে থাকা ৩ ভরি সোনা এবং নগদ টাকা নিয়ে যায়। এবং একই ইউনিয়নের আমতৈল গ্রামের কাজী আব্দুল মনাফ ও আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমানের বাড়ীতে ঢুকে আসবাব তছনছ করে কাপড় চোপড় বাড়ীর বাইরে ড্রেনের মধ্যে ফেলে যায়। ২৫ অক্টোবর কুলাউড়া শহরের দক্ষিণবাজারের ট্রাভেলস ব্যবসায়ি আব্দুল মুনিম হাসানের কাদিপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাড়ীতে গভীর রাতে একদল ডাকাত হানা দেয়। বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িতে লুটপাট চালায়। ডাকাতদল বাড়ির সবাইকে জিম্মি করে ৫ ভরি সোনা, নগদ ৫২০০০ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় এবং একই গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুল ইসলামের বাড়ীতে হানা দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। কিছু না পেয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে। একই ইউনিয়নে আমতৈল গ্রামের মুসলিম খানের ঘরের আসবাবপত্র তছনছ করে। এবং কাদিপুর, হাসিমপুর আমতৈল গ্রামের ফয়ছল হোসেন মাষ্টার ও এনাম মিয়া বাছিত হোসেনের বাড়ীতে ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এছাড়া শহরের ষ্টেশন রোডে ২টি জুতার দোকানসহ ৪টি দোকান এবং উত্তরবাজার মসজিদ থেকে মডার্ণ স্টিলের মালিক আব্দুস শুকুর চৌধুরী খুশির দেড় লাখ টাকা মূূল্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া একাধিক ঘটনার খবর পাওয়া গেলেও পুলিশের কাছে রেকর্ড নেই।