হযরত গায়বী শাহ্ (র:)’র বার্ষিক ওরস মোবারক আজ

16

স্টাফ রিপোর্র্টার :
৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ্ (র:) বার্ষিক ওরস মোবারক আজ বুধবার অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে এবার অনাড়ম্বভাবেই ওরস উদযাপিত হচ্ছে। অন্যান্য বারের মতো এবার ওরসেকে ঘিরে থাকছে না মাজার এলাকায় মেলা, রাতব্যাপী ফকিরি গান, এমনকি তোরণ নির্মাণ ও আলোক সজ্জা।
তবে মাজারে আসা ভক্ত ও আশেকানদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ অন্যান্য বারের মতো এবারও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছসেবক নিয়োগ করেছেন। পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
ওরসে আজকের কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বুধবার বাদ ফজর হতে খতমে কোরআন, সকাল ১০টায় দোয়া, সকাল সাড়ে ১০টায় মাজারে গিলাফ ছড়ানো, সকাল ১১টায় গরু জবাই। বাদ এশা মিলাদ-দোয়া, জিকির আজগার ও নেওয়াজ বিতরণ।
ওরসে শরীক হয়ে অশেষ সওয়াব হাসিলের জন্য ধর্মপ্রাণ মুসলি¬দের প্রতি আহবান জানিয়েছেন হযরত গায়বী শাহ (র:) মাজার কমিটির সভাপতি আফছর উদ্দিন ও সাধারণ সম্পাদক হাজী আজিজুর রহমান।