দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

9

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে প্রবাসী জাকির হোসেন (৩৮) নিহত হয়েছেন।
গুরুতর আহত একজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে। নিহত জাকির হোসেন ওই গ্রামের রুহুল আমিন ওরফে রূপাই মিয়ার ছেলে। মাস তিনেক পূর্বে তিনি লেবানন থেকে বাড়ি ফিরেন।
পুলিশ এ ঘটনায় একই গ্রামের আব্দুর রহিমের পুত্র ঘাতক গয়াস মিয়া (৩৫)কে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাজিতপুর গ্রামের ইমনের দোকানের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের প্রবাসী জাকির হোসেন ও গয়াস মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গয়াস মিয়ার দায়ের কোপে জাকির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ময়না তদন্ত চলছে।
এ ঘটনায় ওই গ্রামের বশির মিয়ার পুত্র জিসান (২৫)কে গুরুতর অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম নিহত ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ময়না তদন্ত এবং মামলার প্রস্তুতি চলছে চলছে বলে তিনি জানান।