আল কুরআন ফাউন্ডেশনের তাফসির মাহফিলের সমাপনী দিনে আল্লামা হাবীবুর রহমান ॥ তীর সহ লটারীর নামে জুয়া অবিলম্বে বন্ধ করুন

39

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, খুন, গুম, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কুরআনী শিক্ষা ও আদর্শের বিকল্প নেই। ইসলামে এসব অপরাধীদের ব্যাপারে কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই একমাত্র কুরআনের বিধান কার্যকর করলেই দেশের প্রধান সংকট ও সমস্যা খুন, গুম, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। প্রিন্সিপাল হাবীব আরো বলেন, শাহজালালের পুণ্যভূমি আধ্যাত্মিক রাজধানী সিলেটে সাম্প্রতিককালে ভারতীয় শিলং তীরসহ লটারীর নামে জুয়া অবাধে চলছে। তরুণ ও যুব সমাজ প্রতারিত হচ্ছে। অবিলম্বে এসব বন্ধ না করলে প্রয়োজনে সিলেটের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার্থে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি শনিবার রেজিষ্ট্রারী মাঠে আল কুরআন ফাউন্ডেশন সিলেটের ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তাফসির মাহফিলে আরো তাফসির পেশ করেন, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী, শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক।
সমাপনী দিনের তাফসির মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন আল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালী, আলহাজ¦ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, হাফিজ মাওলানা রশীদ আহমদ, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা ইকবাল হোসাইন, আল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম। বিভিন্ন অধিবেশনে আল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী হাফিজ মাওলানা আতিকুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা ফাহাদ আমান, মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুনের যৌথ উপস্থাপনায় তাফসির মাহফিল সম্পন্ন হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজিজ, মাওলানা পীর আব্দুল জব্বার, আলহাজ¦ মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা রিয়াজ উদ্দিন, আলহাজ¦ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা রিয়াজ আল মামুন, মুফতি মাওলানা মাহবুবুল হক, মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা গোলাম রব্বানী, হাফিজ কয়েছ আহমদ, আব্দুল গফফার, শহিদুর রহমান সুহেদ, মাওলানা বদরুল ইসলাম, তারিক বিন হাবিব, রশিদ মোস্তাক প্রমুখ। বিজ্ঞপ্তি