বড়লেখায় রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

8

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ বুধবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালিয়েছে। নানা অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, মেয়াদুত্তীর্ণ ঔষধ বিক্রয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয়, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য সংরক্ষণের দায়ে আল-আমিন মার্কেটের বৈশাখী হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, তান্নি মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেসার্স মেডিসিন কর্ণারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বড়লেখায় তদারকি অভিযানে অনিয়মের দায়ে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।